আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ পর্যালোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু বিষয়ে আরও স্পষ্টতা প্রয়োজন। আমরা নিজেরা বসে বিষয়টি পর্যালোচনা করব, তারপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাব।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করলে এর গুরুত্ব অনেকটা কমে যাবে।
অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের গণদাবি ও অভিপ্রায় উপেক্ষা করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, একটি সংকট নিরসনের নির্বাচন; কিন্তু সেই সংকট রয়েই গেল।’
গোলাম পরওয়ার জানান, আগামী ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আট দলের আহ্বানে ঘোষিত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন, নির্বাচনের দিনেই জুলাই সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন