জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জাভেরেভ ইতালির জান্নিক সিনারের কাছে পরাজয়ের শিকার হলেন। এই ম্যাচে জাভেরেভ ৬-৪, ৬-৩ ব্যবধানে পরাজিত হন।
সিনারের সঙ্গে তার আগের ম্যাচটি হয়েছিল প্যারিস মাস্টার্সে ১১ দিন আগে, যেখানে জাভেরেভ ৬-০, ৬-১ ব্যবধানে হেরে যান। কিন্তু টুরিনে ম্যাচের গভীরে দেখা গেছে, জাভেরেভের ব্রেক পয়েন্টের সুযোগ সিনারের তুলনায় অনেক বেশি ছিল।
জাভেরেভ চারটি গেমে সাতটি ব্রেক পয়েন্ট পেয়েছিলেন, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে, সিনার দুটি ব্রেক পয়েন্টের সুযোগের মধ্যে দুটিই কাজে লাগিয়ে ম্যাচ জিতেছেন এবং সেমিফাইনালের পথে এগিয়েছেন।
ম্যাচ শেষে জাভেরেভ বলেন, আজ মূল পার্থক্য ছিল তার সার্ভ। আমার কাছে বেশি ব্রেক পয়েন্ট ছিল। আমি বেসলাইনে বেশ ভালো খেলছিলাম, আগের ভিয়েনার তুলনায়ও ভালো। কিন্তু আমার সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।
সিনার এই ম্যাচে ১২টি এস করেছিলেন, যার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে এস ছিল। প্রথম গেমেই তিনি চারটি এস দেন, যার দুইটি ব্রেক পয়েন্ট রক্ষা করেছিল।
দ্বিতীয় সেটের শুরুতে ০-৪০ থেকে এসের মাধ্যমে একটি গেম তিনি জিতেছেন। জাভেরেভ বলেন, এভাবে সার্ভ করলে খেলাটা আরও কঠিন হয়ে যায়। সাতটি ব্রেক পয়েন্টের সাতটি প্রথম সার্ভে এস ছিল, দ্বিতীয় সার্ভের কোনো সুযোগই আমি পাইনি।
তিনি আরও যোগ করেন, স্কোর ৬-৪, ৬-৩ হলেও ম্যাচটি আমার মতে অনেকটা কাছাকাছি ছিল। তাই সবসময় স্কোর দেখে বিচার করা ঠিক নয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন