আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর নিলামের আগে দলগুলো সরাসরি সাইনিংয়ে ব্যস্ত সময় পার করছে। এই প্রক্রিয়ায় হঠাৎ করেই এবার নতুন দল হিসেবে যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস দলে ভেড়াল জাতীয় দলের ব্যাটার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে।
একই সময়ে বড় চমক হিসেবে নিলামের তালিকায় ‘বি’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
ছয়টি দল নিয়ে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা রয়েছে দেশ ট্রাভেলস গ্রুপের হাতে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন।
সৌম্য সরকার ও হাসান মাহমুদের পাশাপাশি নোয়াখালী এক্সপ্রেস বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার জনসন চার্লসকে দলে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করছে। উল্লেখ্য, গত আসরে সৌম্য সরকার খেলেছেন রংপুর রাইডার্সের, আর হাসান মাহমুদ ছিলেন খুলনা টাইটান্সের স্কোয়াডে।
৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য নিলামে অংশ নিতে বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। একই তালিকায় রয়েছেন বাংলাদেশের ১৫৮ জন স্থানীয় ক্রিকেটার।
এদিকে দল গঠনের অংশ হিসেবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সরাসরি দলে নিয়েছে। নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
শেখ মেহেদী ও তানভীর ইসলাম খেলবেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। সাইফ হাসান গেছেন ঢাকা ক্যাপিটালসে, আর নাসুম আহমেদ সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন সিলেট টাইটান্টসে।
‘এ’ ক্যাটাগরিতে এক নম্বরে থাকা লিটন কুমার দাসকে কোনো দল এখনো সরাসরি সাইনিং করায়নি। তবে এই ক্যাটাগরি থেকে মেহেদী হাসান মিরাজ যুক্ত হয়েছেন সিলেট টাইটান্টসে, মুস্তাফিজুর রহমান গেছেন রংপুর রাইডার্সে এবং তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন