টাঙ্গাইলের মির্জাপুরের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে মারা গেছেন। বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
গোড়াই হরিরপাড়া এলাকার মৃত আজমত আলীর ছেলে সুলতান মিয়া গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গত বছরের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এক তরুণ হিমেল গুরুতর চোখের ক্ষতিগ্রস্ত হন।
এ ঘটনায় হিমেলের মা ১০০ জনের নাম উল্লেখসহ কয়েক শ অজ্ঞাতকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ২৮ অক্টোবর পুলিশ সুলতান মিয়াকে গ্রেপ্তার করে এবং তিনি কারাগারে ছিলেন।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কারাগারে হাজতির মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন