মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দাপট এবং ইন্টার মিয়ামির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবার ইউরোপের তারকাদেরও টানছে। জানা গেছে, চ্যাম্পিয়নস লিগ জয়ী জার্মান স্ট্রাইকার টিমো ভারনার ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।
বর্তমানে জার্মান ক্লাব লিপজিগে খেলছেন ভারনার। তবে কোচ মারকো রোজের অধীনে তার গুরুত্ব কমে গেছে। এ মৌসুমে মাত্র এক মিনিট খেলায় সুযোগ পাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ওয়ার্ল্ড সকার টক-এর প্রতিবেদনে জানানো হয়েছে, মিয়ামির আকর্ষণীয় জীবনধারা এবং মেসির সঙ্গে খেলার সম্ভাবনা ভারনারকে বিশেষভাবে আগ্রহী করছে।
২০২০-২১ মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই খেলোয়াড়ের বর্তমান ট্রান্সফারমার্ক মূল্য প্রায় ৫ মিলিয়ন ইউরো। ফ্রি এজেন্ট হওয়ার অপেক্ষা না করে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতেও দল পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, ইন্টার মিয়ামির দলের দুই অভিজ্ঞ তারকা জোর্দি আলবা ও সার্জিও বুসকেটস ২০২৫ সালের শেষে অবসর নেবেন, ফলে দুটি ‘ডিজাইনেটেড প্লেয়ার’ স্লট খালি হবে। ভারনারের অন্তর্ভুক্তি আক্রমণভাগে অভিজ্ঞতা যোগ করবে, সাথে তার দ্রুত গতি ও ফিনিশিং ক্ষমতা দলকে নতুন মাত্রা দিতে পারে।
তবে ৫ মিলিয়ন ইউরো মূল্যের এই খেলোয়াড়কে ‘ডিজাইনেটেড প্লেয়ার’ হিসেবে সই করানো ক্লাবের জন্য একটি বড় রিস্ক হতে পারে, যদি তার পারফরম্যান্স প্রত্যাশা ছাড়িয়ে না যায়।
এদিকে, আরেক আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী রদ্রিগো দি পল সম্ভাব্য ডিপি স্লট নিতে পারেন। এছাড়া, সার্জিও রেগুইলন ২০২৬ মৌসুম শুরুর আগে দলবদল করলেও তিনি ডিপি হবেন না। সম্ভাব্য বিদায়ী খেলোয়াড় অ্যালেন ওব্যান্ডো এবং টাডেও অ্যালেন্ডে ভারনারের জন্য আক্রমণভাগে গুরুত্বপূর্ণ স্থান তৈরি করবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন