কাজাখস্তানের সেন্ট্রাল স্টেডিয়ামে বুধবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতেও যেন এক নতুন শক্তির ঝলক দেখাল সৌদি ক্লাব আল নাসর। তারা ৪-০ গোলের বিশাল ব্যবধানে ইস্তিকল দলকে পরাজিত করে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।
বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্রামের কারণে এই সফরে দলের সঙ্গে যাননি। কিন্তু তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং সতীর্থরা যেন সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের সেরাটা উজাড় করে দিলেন।
এদিন, ম্যাচের ১২তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন দলের নতুন আক্রমণাত্মক খেলোয়াড় জোয়াও ফেলিক্স। ৪০তম মিনিটে ব্যবধান বাড়ান মোহামেদ সিমাকান, যা বিরতির আগেই আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।
ম্যাচের শেষদিকে এসে আরও দুই তারকা স্কোরশিটে নাম লেখান। ৮৪তম মিনিটে গোল করেন সেনেগালের তারকা সাদিও মানে, এবং অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) চতুর্থ গোলটি নিশ্চিত করেন আইমান ইয়াহয়া।
এই দুর্দান্ত জয়ের ফলে আল নাসর গ্রুপ পর্বে তাদের ৫-০ রেকর্ড বজায় রাখল এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগ টু-এর পরবর্তী ধাপে খেলা নিশ্চিত করল।
দলের এই সাফল্যে রোনালদো নিজে মাঠে না থেকেও সোশ্যাল মিডিয়ায় দলের ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন