একসময় যে দল টানা সাত জয়ে মৌসুম শুরু করেছিল, লিগ শিরোপা ধরে রাখা এবং ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখেছিল, সেই লিভারপুল এখন এক গভীর সংকটের মুখে। ঘরের মাঠে ডাচ ক্লাব পিএসভির কাছে ৪-১ গোলে লজ্জাজনক পরাজয়ের পর ইংলিশ ক্লাবটি তাদের ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্লাবটির বর্তমান পরিস্থিতিকে অনেকেই এখন আর কেবল 'খারাপ ফর্ম' বলতে রাজি নন।
১৯৫৩-৫৪ মৌসুমের পর এই প্রথম প্রিমিয়ার লিগের ক্লাবটি তাদের সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে। আরও উদ্বেগজনক পরিসংখ্যান হলো, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে তিন গোলের ব্যবধানে হারও সেই সময়ের পর এই প্রথম দেখল লিভারপুল।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে ঐতিহ্যবাহী অ্যানফিল্ড দুর্গেই হজম করতে হয়েছে সাতটি গোল, যা দলের আত্মবিশ্বাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স এই পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, এখন আর রাগ হয় না, সেই অবস্থা পেরিয়ে এসেছি। এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নতুন কোচ আর্নে স্লটের অধীনে রেকর্ড ২০তম লিগ শিরোপার স্বপ্ন দেখেছিল লিভারপুল সমর্থকরা। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই স্বপ্নের রাশ টেনে ধরেছে। দলের বাজে পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে—আর্নে স্লট কি এই মুহূর্তে লিভারপুলের জন্য সঠিক মানুষ?
সাবেক লিভারপুল ফুটবলার স্টিফেন ওয়ার্নক মনে করেন, দলে লড়াইয়ের অভাব রয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে কিছুই ঠিকমতো কাজ করছে না। একটি হারের পর আরেকটি হার সবকিছু আরও জটিল করে তুলছে। দলটায় স্পষ্ট লড়াইয়ের অভাব দেখা যাচ্ছে, যা লিভারপুলের মতো ক্লাবের জন্য ভয়ংকর বিষয়।
এদিকে, মাঠে পারফরম্যান্সের পাশাপাশি গ্রীষ্মকালীন দলবদলেও প্রত্যাশা পূরণ না হওয়ায় সমালোচনা হচ্ছে। রেকর্ড ট্রান্সফারে আসা আলেক্সান্ডার ইসাক এখনও মাত্র একবার গোলের দেখা পেয়েছেন। এবং ফ্লোরিয়ান ভির্টজ চোট নিয়ে মাঠের বাইরে। বাম প্রান্তের রক্ষণভাগেও স্থিরতার অভাব স্পষ্ট।
পিএসভির বিপক্ষে পিছিয়ে পড়ার পরও স্লট মাত্র দুটি পরিবর্তন করায় তার কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে স্লট অবশ্য স্বীকার করেছেন, এটা আমাদের জন্য বড় ধাক্কা। খেলোয়াড়দের জন্য, আমার জন্যও। আমাকে আরও ভালো করতে হবে। সবাইকে নিজের জায়গা থেকে উন্নতি করতে হবে, আমাকে সহ।
চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এখনও পুরোপুরি ছিটকে না পড়লেও তাদের অবস্থান এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামনে ইন্টার মিলান ও মার্সেইয়ের মতো কঠিন ম্যাচ অপেক্ষা করছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন