কবি হেলাল হাফিজের ছোট ভাই কবি নেহাল হাফিজ মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৫টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কবির মেয়ে মণীষা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বয়সের নানান জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেলে বাবাকে ভর্তি করাই। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
১৯৭৩ সালের ৩ জানুয়ারি নেহাল হাফিজ জন্মগ্রহণ করেন। তার বাবাও ছিলেন শিক্ষক ও স্বভাবকবি। ভাইদের একজন দেশবরেণ্য কবি হেলাল হাফিজ। তার দুই কন্যা মণীষা সুলতানা (নেলী) ও বিপাশা সুলতানা (নীলা)।
স্কুলজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি বিশেষ করে কবিতার নেশা কবিকে পেয়ে বসে। কবির তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ভাগ্যিস! তুমি বেঁচে গেলে সীতা (১৯৯৭), নীল বোতামের কাব্য (২০১৭), নীল নীলিমার নীলে (২০১৮)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন