ভারতের বিপক্ষে শেষ সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। সেই অনুপস্থিতি ঘিরে উঠেছিল নানান জল্পনা, তাহলে কি ভারতের সিরিজটিই ছিল সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ? অবশেষে সে ধোঁয়াশা কাটল। নিজের মুখেই জানালেন ভবিষ্যতের পরিকল্পনা।
সম্প্রতি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের একটি পডকাস্টে সাকিব স্পষ্ট করে বলেছেন, জাতীয় দল থেকে এখনও অবসর নেননি। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চান। দর্শকে ভরা গ্যালারির সামনে, দেশের মানুষের সামনে, শেষ লড়াইটা করেই ক্রিকেটকে বিদায় জানাতে চান।
সাকিব বলেন, দেশের মাঠের আবহ, সমর্থকদের ভালোবাসা; এসবের কাছেই ফিরে যেতে চান শেষবারের মতো। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক ফুরোবে সেই বিশেষ মুহূর্তের সাক্ষী রেখে।
২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি তখন সেটি বাস্তবায়নের সুযোগ তৈরি করেনি। জাতীয় দলে অনুপস্থিত থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরে চলা আলোচনা সাকিবের এই মন্তব্যে নতুন করে প্রাণ পেয়েছে। এখন অপেক্ষা—কবে, কোন সিরিজে দেশের মাঠে শেষবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলবেন সাকিব আল হাসান। মাঠে নামার সেই দিনটিই হয়তো হয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেটের এক আবেগঘন বিদায়ের মুহূর্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন