শুক্রবার, ২৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:৫৫ পিএম

বার্সায় স্বপ্নের পথচলা আরও দীর্ঘায়িত হলো রাফিনিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১২:৫৫ পিএম

বার্সায় স্বপ্নের পথচলা আরও দীর্ঘায়িত হলো রাফিনিয়ার

২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন রাফিনিয়ার। ছবি-সংগৃহীত

বার্সেলোনায় স্বপ্নের পথচলা আরও দীর্ঘায়িত হলো ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার। দুর্দান্ত এক মৌসুমের পুরস্কার হিসেবে ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। 

গতকাল রাতে রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেল্লোলি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে আছেন রাফিনিয়া।

তাদের হাতে থাকা বার্সার জার্সিতে রাফিনিয়ার নাম এবং জার্সি নম্বর লেখা ২০২৮! নাতালিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঘর।’

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সায় যোগ দিয়ে প্রথম মৌসুমেই লা লিগা জিতেছিলেন রাফিনিয়া। পরের মৌসুমে ক্লাবটি খারাপ সময় কাটানোয় তার চলে যাওয়ার গুঞ্জন উঠলেও, কোচ হান্সি ফ্লিকের অনুরোধে তিনি থেকে যান। 

আর এই মৌসুমেই বার্সার লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে ২৮ বছর বয়সি এই তারকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বার্সা ছিটকে পড়লেও, ১৩ গোল নিয়ে এই প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। 

তার এমন পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অর জয়ের দৌড়েও ভালোভাবে টিকিয়ে রেখেছে।

বার্সার আস্থা এবং রাফিনিয়ার প্রতিক্রিয়া

বার্সার সঙ্গে রাফিনিয়ার আগের চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুর্দান্ত মৌসুম কাটানোর পর ক্লাবটি আর দেরি করেনি, আরও এক বছরের জন্য তাকে ধরে রাখা নিশ্চিত করেছে।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘চুক্তি নবায়নে রাফিনিয়া ও বার্সা ঐক্যমতে পৌঁছেছে, যার মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’

চুক্তি নবায়নের পর রাফিনিয়া তার আবেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি রাফিনিয়া এখন বাবার পাশাপাশি অধিনায়কও। যখন এসেছিলাম তখনকার তুলনায় দায়িত্ব বেড়েছে। বছরগুলো ঘোরার সঙ্গে সবাই আরও বেশি পরিণত হয়ে ওঠে।’

বার্সা সমর্থকদের খুশি করে তিনি আরও যোগ করেন, ‘সমর্থকদের আনন্দ দেওয়া ধরে রাখতে চাই। পরিবারকে বলেছি, ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানে (বার্সা) থাকাটা আমার স্বপ্ন। নিজের সেরাটা দিয়ে আমি তা করতে চাই।’

চুক্তি নবায়নের প্রস্তাবটি অপ্রত্যাশিত ছিল জানিয়ে রাফিনিয়া বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে এই নতুন প্রস্তাব আমি প্রত্যাশা করিনি। অনুশীলন কিংবা ম্যাচে এই জার্সির জন্য আমি সর্বস্ব উজার করে দেব।’

এদিকে ,কোচ ফ্লিকের পর রাফিনিয়ার চুক্তি নবায়ন, এবার ১৭ বছর বয়সী তারকা উইঙ্গার লামিনে ইয়ামালের চুক্তি নবায়নের পালা। তার এজেন্ট হোর্হে মেন্দেজ সাংবাদিকদের জানিয়েছেন, ‘সে দ্রুতই নবায়ন করবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!