বাংলাদেশের ফুটবলে বর্তমানে এক অভূতপূর্ব আগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু এই উন্মাদনার আড়ালে চাপা পড়ে আছে টিকিট নিয়ে সমর্থকদের তীব্র অসন্তোষ।
টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিন দিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। ফুটবল সাপোর্টার্স ফোরামও আজ যোগ দিয়েছে এ আন্দোলনে। যোগ দিয়েই বাফুফের সামনে ঝাড়ু মিছিল করেছে এই ফোরাম।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে আজকের প্রীতি ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ আকাশচুম্বী। এই ম্যাচগুলো দিয়েই ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামের দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে।
যা উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কানাডা থেকে আসা শমিত সোমের অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে।
তবে এই বিপুল আগ্রহ সত্ত্বেও, সাধারণ দর্শকদের টিকিট না পাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ৯টি ক্যাটাগরিতে মোট ১৮,৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল, যার সর্বনিম্ন মূল্য ছিল ৪০০ টাকা।
কিন্তু সব টিকিট দ্রুত বিক্রি হয়ে গেলেও, অধিকাংশ ফুটবলপ্রেমী টিকিট পাননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা গত তিন দিন ধরে বাফুফে ভবনের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
‘নো আল্ট্রাস, নো ফুটবল’, ‘জাস্টিস ফর আল্ট্রাস, জাস্টিস ফর ফুটবল ফ্যানস’, ‘টিকিট কই বাফুফে?’, ‘টিকিট চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন।
আজ এই আন্দোলনে যোগ দিয়েছে ফুটবল সাপোর্টার্স ফোরাম। সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে তারা বাফুফে ভবনের সামনে একটি ঝাড়ু মিছিলও করেছে।
শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’
মিছিলে ‘টিকিট চাই, টিকিট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘কালোবাজারির কালো হাত ভেঙে দে গুঁড়িয়ে দে’ স্লোগানগুলো উচ্চারিত হয়।
সমর্থকদের এই চলমান বিক্ষোভ এবং অসন্তোষ দেশের ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তার এক ভিন্ন চিত্র তুলে ধরছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন