ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

তেহরানে আটকা পড়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০২:০৫ পিএম
ইন্টার মিলানের ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ছবি- সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে বড় ধরনের সমস্যায় পড়েছেন ইন্টার মিলানের ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। তেহরানে আটকা পড়ে থাকায় তিনি ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। 

গতকাল (১৪ জুন) শনিবার রাতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেছে।

৩২ বছর বয়সি এই অভিজ্ঞ স্ট্রাইকার গত সপ্তাহে ইরানের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নিজ দেশে গিয়েছিলেন। 

সেখানে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের ৩-০ গোলের জয়ে তিনি একটি গোলও করেছিলেন। আন্তর্জাতিক দায়িত্ব সাফল্যের সঙ্গে শেষ করলেও, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিই তার দেশে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। 

বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় তারেমি তেহরান থেকে মিলানে ফিরতে পারছেন না।

ইন্টারের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, তারেমি এখনো তেহরানে আছেন। চলমান সংঘাতের কারণে ফ্লাইট পাওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতি ইন্টার মিলানের জন্য একটি বড় ধাক্কা, কারণ ক্লাব বিশ্বকাপে তাদের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে শুরুর ম্যাচগুলোতে না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী মঙ্গলবার (১৭ জুন) পাসাডেনার রোজ বোলে মেক্সিকান ক্লাব মোন্তেরের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মিলান তাদের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে। 

এই ম্যাচটি নতুন কোচ ক্রিশিয়ান চিভুর জন্যও একটি নতুন অধ্যাযয়ের শুরু। সদ্য বিদায়ী কোচ সিমোনে ইনজাগির জায়গায় তিনি দায়িত্ব নিয়েছেন। 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর সিমোনে ইনজাগি কোচের পদ থেকে সরে দাঁড়ান। 

এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে তারেমির অনুপস্থিতি ইন্টারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যখন তারা নতুন কোচের অধীনে একটি সফল সূচনা খুঁজছে।