ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা কি নতুন করে আবার শুরু হতে চলেছে? সৌদি আরবের ক্লাব আল-আহলি এমনই এক সম্ভাবনার জন্ম দিয়েছেন।
বিশ্বখ্যাত ফরাসি সংবাদমাধ্যম ল্য ইকুইপ জানিয়েছে, সৌদি প্রো লিগের অন্যতম সেরা ক্লাব আল-আহলি ইতোমধ্যে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়াতে আনুষ্ঠানিকভাবে আলোচনায় নেমেছে।
৩৮ বছর বয়সী মেসির সঙ্গে ২০২৫ সালের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে মিয়ামির। তবে এখনো নতুন কোনো চুক্তি না হওয়ায় ডিসেম্বর থেকেই তিনি অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন।
ফের মেসির টানে সৌদি
২০২৩ সালে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সময় মেসিকে দলে নিতে আগ্রহী ছিল সৌদি আরবের কয়েকটি ক্লাব, তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেসি বেছে নেন ইন্টার মিয়ামিকে। সেখানে তিনি লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড জয়ের পাশাপাশি ২০২৪ সালের এমভিপি নির্বাচিত হন।
তবে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে, এবং সেই সুযোগেই আবার মাঠে নেমেছে সৌদির ক্লাবগুলো। বলা হচ্ছে, সবকিছু করেই মেসিকে রাজি করানোর চেষ্টা করছে সৌদি কর্তৃপক্ষ।
চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর বিপক্ষে আরেকবার?
এই মুহূর্তে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি সম্প্রতি দুই বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।
যদি মেসি আল-আহলিতে যোগ দেন, তাহলে আবারও সৌদি লিগে মুখোমুখি হবেন বার্সা-রিয়াল যুগের সেই ‘এল ক্লাসিকো’ জুটির দুই মহাতারকা।
লক্ষ্য কি ২০২৬ বিশ্বকাপ?
উল্লেখযোগ্যভাবে মেসি ও রোনালদো দুজনেই আগামী ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার আশা প্রকাশ করেছেন। তাই শেষ ক্যারিয়ারে আরও একবার বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার আগেই সৌদি লিগে তাদের দেখা দারুণ আগ্রহের জন্ম দিচ্ছে ফুটবল ভক্তদের মাঝে।
এখন কী হতে পারে?
যদিও আর্থিক চুক্তির বিস্তারিত কিছুই জানা যায়নি, তবে মধ্যপ্রাচ্যের আগ্রহ এবং সম্ভাব্য বেতনের অঙ্ককে ঘিরে বিশ্ব ফুটবল অঙ্গনে ইতোমধ্যেই আলোড়ন শুরু হয়েছে।
এখন দেখার বিষয়, মেসি আমেরিকার স্বপ্ন ভেঙে কি সৌদি মরুভূমিতে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত!
আপনার মতামত লিখুন :