রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:১৬ পিএম

এসি মিলানের ‘৪২০’ কোটির প্রস্তাবে সাড়া দেয়নি ব্রুজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:১৬ পিএম

এসি মিলান ও ক্লাব ব্রুজ। ছবি- সংগৃহীত

এসি মিলান ও ক্লাব ব্রুজ। ছবি- সংগৃহীত

ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তাদের মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে সুইস মিডফিল্ডার আর্দন জশারিকে দলে টানতে প্রস্তাব দিয়েছে ব্রুজকে। তবে বেলজিয়ান ক্লাব ব্রুজ এখনো প্রস্তাবের কোনো চূড়ান্ত জবাব দেয়নি।

ব্রুজের লক্ষ্য ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি ট্রান্সফার ফি আদায় করা।

ইতালিয়ান সংবাদমাধ্যম (Calciomercato)-এর তথ্য অনুযায়ী, এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে ইতোমধ্যে জাশারিকে নিয়ে ৩৫ মিলিয়ন ইউরোর (প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড বা ৩৮ মিলিয়ন ডলার) প্রস্তাব পাঠিয়েছেন, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৪২০ কোটি টাকারও বেশি।

তবে বেলজিয়ান কাপ জয়ী ক্লাবটি এখনো সে প্রস্তাবের আনুষ্ঠানিক সাড়া দেয়নি। ধারণা করা হচ্ছে, তারা কৌশলগতভাবে সময় নিচ্ছে, যাতে করে প্রস্তাবের অঙ্ক আরও বাড়ানো যায়।

এদিকে বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, ব্রুজ জাশারিকে বিক্রি করে অন্তত ৪০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড/৪৭ মিলিয়ন ডলার) আদায়ের পরিকল্পনা করছে, যার মধ্যে ভ্যারিয়েবলসও অন্তর্ভুক্ত থাকবে।

তবে এসি মিলানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পাঠানো প্রস্তাবই চূড়ান্ত এবং তা আর বাড়ানো হবে না।

ইগলি তারে এই দলবদলের বিষয়ে জাশারির আগ্রহের ওপরই ভরসা রাখছেন। তার মতে, ইতালিতে খেলার ব্যাপারে খেলোয়াড়ের আগ্রহ এবং তার পরিবারের সঙ্গে তারের সুসম্পর্ক মিলানকে বাড়তি সুবিধা এনে দিতে পারে।

তবে ক্লাব ব্রুজ যদি অনড় অবস্থানে থাকে তবে মিলান বিকল্প পথ বেছে নিতে পারে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!