ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কিংবদন্তি ফুটবলার প্লাতিনির বাড়িতে চুরি, নিয়ে গেল সব পুরস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১৯ পিএম
মিশেল প্লাতিনি। ছবি- সংগৃহীত

ফরাসি কিংবদন্তি ফুটবলার, সাবেক কোচ ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের মার্সেইয়ের কাছে প্লাতিনির ব্যক্তিগত বাসভবনে।

শুক্রবার ভোররাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে চোর বাড়িতে প্রবেশ করে এবং তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও ট্রফি নিয়ে পালিয়ে যায়।

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে, ভোররাতে বাগান থেকে অস্বাভাবিক শব্দ শুনে ঘুম ভাঙে ৭০ বছর বয়সি প্লাতিনির। তিনি বাইরে গিয়ে দেখতে পান, কালো পোশাক ও মুখোশ পরা এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।

যদিও তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন, তবে মানসিকভাবে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন কাছের এক ব্যক্তি।

জানা গেছে, বাড়ির কাছেই একটি আলাদা বার্ন বা স্টোরেজ ঘরে প্লাতিনির ক্যারিয়ারের সেরা অর্জনগুলো সংরক্ষিত ছিল। সেখান থেকেই চুরি করে নিয়ে যায় ২০টি ট্রফি ও পদক।

যার মধ্যে রয়েছে তার তিনটি ব্যালন ডি’অর (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), ইউরো জয়ী ফ্রান্স দলের স্মারক, জুভেন্টাসের হয়ে জেতা চ্যাম্পিয়ন্স লিগ, কাপ উইনার্স কাপ ও সেরি আ ট্রফি।

এই ট্রফিগুলো শুধু আর্থিক মূল্যেই নয়, ঐতিহাসিক ও আবেগগত দিক থেকেও অপরিসীম মূল্যবান। প্লাতিনি ও তার পরিবারের জন্য এই ক্ষতি অপূরণীয়।

এদিকে মার্সেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে এবং ফরেনসিক দল ঘটনাস্থলে আলামত সংগ্রহে কাজ করছে।

পুলিশ আরও জানান, খুব শিগগিরই ট্রফি ও পদক উদ্ধার করা সম্ভব হবে।