ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মিয়ামিতে ডি পলের ফেরা নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:২৬ পিএম
ডি পল। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল খুব শিগগিরই ইউরোপ ছাড়তে চলেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও খ্যাতনামা ট্রান্সফার বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানোর সূত্রে জানা গেছে, স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তার বিদায়ের চুক্তি প্রায় চূড়ান্ত।

নতুন গন্তব্য যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মিয়ামি—যেখানে অপেক্ষা করছেন তার জাতীয় দল ও বিশ্বকাপজয়ী সতীর্থ লিওনেল মেসি।

জানা যায়, ডি পলের ট্রান্সফার ফি হতে পারে প্রায় ১৫ মিলিয়ন ইউরো। সব কিছু ঠিক থাকলে তিনি ৪ বছরের চুক্তিতে যুক্ত হবেন মিয়ামির সঙ্গে।

যদিও কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি, তবে পুরো প্রক্রিয়াটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তির আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় থাকায় আতলেতিকো মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতি অনুশীলনে দেখা যায়নি ডি পলকে। একই সঙ্গে সাউল নিয়িগেজ, ক্লেমোঁ লংলে ও জনি কার্ডোসোও অনুপস্থিত ছিলেন।

তবে দলটির কোচ দিয়েগো সিমিওনে নতুন কিছু খেলোয়াড়কে নিয়ে অনুশীলন শুরু করেছেন, যাদের মধ্যে আছেন আলেক্স বায়েনা, মাত্তেও রুগেরি ও থিয়াগো আলমাদা।

মূল একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোক, লরেন্টে ও হুলিয়ান আলভারেজের সঙ্গে তাদের সমন্বয়ের চেষ্টা করছেন সিমিওনে।

এদিকে চোট কাটিয়ে ফেরার পথে থাকা সেন্টার-ব্যাক হোসে মারিয়া গিমেনেজ অনুশীলনের কিছু অংশে অংশ নিলেও পরে বিশ্রামে পাঠানো হয়।

অবশ্য আতলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিক সেরেজো এখনই কোনো কিছু নিশ্চিত করতে নারাজ। স্পেনের জাতীয় রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছুই এখনো গুজব পর্যায়ে।

ডি পলকে নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা এখনো জানি না, সে ক্লাবে থাকবে নাকি যাবে।

তিনি কোচ দিয়েগো সিমিওনের ওপর পূর্ণ আস্থার কথাও জানান এবং বলেন, আগামী মৌসুমে আমরা সব শিরোপার জন্য লড়তে চাই।

পাশাপাশি তিনি খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ফুটবল ক্যালেন্ডার পুনর্বিবেচনার ওপর গুরুত্ব দেন।