বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৩:৪৮ পিএম

১৩০০ কোটি টাকায় একিতিকে দলে ভেড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৩:৪৮ পিএম

ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে। ছবি- সংগৃহীত

ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে। ছবি- সংগৃহীত

ফ্রেঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে-কে দলে ভিড়িয়েছে লিভারপুল। ৬৯ মিলিয়ন পাউন্ড নিশ্চিত অর্থের সঙ্গে অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বোনাস চুক্তির অংশ হিসেবে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ছয় বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।

এই চুক্তি অনুযায়ী বাংলাদেশি টাকায় লিভারপুলকে ১৩০০ কোটি টাকা খরচ করতে হয়েছে একিটিকে দলে ভেড়াতে।

২৩ বছর বয়সী এই ফ্রান্স অনূর্ধ্ব-২১ তারকা এরই মধ্যে ইংল্যান্ডে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিভারপুলে যোগ দিয়েছেন। তিনি শিগগিরই দলের হংকং ও জাপান সফরের প্রাক-মৌসুম ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন।

চলতি গ্রীষ্মে নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন একিতিকে। নিউক্যাসল ৭০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে দেন ফ্র্যাঙ্কফুর্ট কর্তৃপক্ষ।

তবে একিটিকে নিজেই জানিয়ে দেন, তার পছন্দ লিভারপুলই। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিরেক্টর অব রিক্রুটমেন্ট ক্রিস্টোফার ভিভেল শেষ মুহূর্তে জার্মান ক্লাবের সঙ্গে যোগাযোগ করলেও লেনদেন চূড়ান্ত হওয়ার পথে থাকায় তারা ব্যর্থ হন।

লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট গত মৌসুম শেষে একিটিকের সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং জানুয়ারি থেকেই ক্লাবটির আগ্রহ ছিল ফরাসি স্ট্রাইকারের প্রতি।

যদিও নিউক্যাসল ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাকের প্রতিও আগ্রহ দেখিয়েছিল ক্লাবটি।

গত মৌসুমে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের হয়ে একিটিকে ২২টি গোল এবং ১২টি অ্যাসিস্ট করে দলকে চ্যাম্পিয়নস লিগে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি ৯ নম্বর পজিশনে খেললে লিভারপুল মনে করে, একিতিকে উইং কিংবা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন।

চলতি দলবদলে এ পর্যন্ত লিভারপুল প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। একিতিকে ফ্লোরিয়ান ভির্টজ ও ডারউইন নুনেজের পরেই লিভারপুল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ মূল্যের খেলোয়াড়।

ক্লাবটির আশা একিতিকে নিয়মিত খেলার মান ধরে রাখতে পারলে ইউরোপের অন্যতম সেরা ফরোয়ার্ড হয়ে উঠবেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!