ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় পুরো দেশ যখন শোকের চাদরে ঢাকা, তখন এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্বের খ্যাতনামা ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
এ ঘটনায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, যা শনিবার সকাল পর্যন্ত ৩৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই শিশু হওয়ায় শোকের গভীরতা আরও বেড়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার পর এবার শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে রেড ডেভিলসরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিবৃতিতে তারা জানান, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের সবার প্রতি গভীর ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছি।
যাদের আমরা হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’
এর আগে বার্সেলোনাও বাংলাদেশে তাদের অফিশিয়াল সমর্থকগোষ্ঠী পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা-কে শোক জানিয়ে চিঠি পাঠায়।
চিঠিতে এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ হতে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার আহত ও নিহত সকল ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই ট্র্যাজেডিতে যে সকল সদস্য বা তার পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের পাশে পাবেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় স্তম্ভিত দেশের ক্রীড়াঙ্গনও, পাকিস্তানের বাংলাদেশ সফরের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে দান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করে বাংলাদেশের মেয়েরা। দলীয় শোক প্রকাশের পাশাপাশি দেশের নানা ক্রীড়াবিদ ব্যক্তিগত পর্যায়েও শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :