ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি সর্বকালের সেরাদের একজন। পেনাল্টি বাদে করা গোলের সংখ্যায় এবার তিনি ছাড়িয়ে গেলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
মেসি অপেন-প্লে থেকে ৭৬৪টি গোল করে রোনালদোর ৭৬৩ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই অসাধারণ কীর্তি তিনি গড়লেন রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেই!
ইন্টার মিয়ামির হয়ে খেলা মেসি গত সপ্তাহান্তে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয়ে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন।
ম্যাচের শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর মেসি জর্ডি আলবাকে দিয়ে সমতাসূচক গোল করান। এরপর দ্বিতীয়ার্ধে নিজেই দুটি গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেন।
এই দুটি গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ারের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪-এ, যার মধ্যে মাত্র ১১০টি এসেছে পেনাল্টি থেকে।
যদিও মোট গোলের সংখ্যায় রোনালদো এখনো সামান্য এগিয়ে আছেন, পেনাল্টি বাদ দিলে মেসি এখন এককভাবে শীর্ষে।
আপনার মতামত লিখুন :