ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ভারতীয় কোচ নিয়োগে জাভি ও গার্দিওলার আবেদন ভুয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৮:৩৩ পিএম
জাভি হার্নান্দেজ ও পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

ভারতের জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে যখন গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, স্প্যানিশ কিংবদন্তি কোচ জাভি হার্নান্দেজ এবং পেপ গার্দিওলার নামে পাঠানো আবেদনপত্রগুলো ছিল ভুয়া।

শনিবার (২৬ জুলাই) ফেডারেশনের একটি গুরুত্বপূর্ণ কারিগরি কমিটির বৈঠকের পর এই তথ্য জানানো হয়। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে ইমেইলে পাঠানো আবেদনপত্রের সত্যতা যাচাই করা যায়নি। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে—এগুলো ছিল ভুয়া আবেদন।

সম্প্রতি এআইএফএফ-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ‘আমরা হেড কোচ নিয়োগ দিচ্ছি’ এই ঘোষণা দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, ভারতের কোচ হতে আগ্রহী হয়েছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক ও কোচ জাভি।

বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জাতীয় গণমাধ্যমেও স্থান পায়।

কিন্তু এই চাঞ্চল্যকর গুঞ্জনের অবসান ঘটিয়ে ফেডারেশন স্পষ্ট জানিয়ে দিল, আন্তর্জাতিক তারকা দুই কোচের কেউই বাস্তবিকভাবে ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেননি।

বর্তমানে ফেডারেশন বাস্তবমুখী ও উপযুক্ত কোচ খুঁজে পেতে মনোযোগী বলে জানানো হয়েছে। প্রযুক্তিগত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়েই সামনের দিনগুলোতে আলোচনা চালিয়ে যাবে এআইএফএফ।

এদিকে, এমন ভুয়া ইমেইল ও আবেদনপত্র কীভাবে ফেডারেশনের দপ্তরে পৌঁছাল, তা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন।