ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই ফুটবল বিশ্বে গুঞ্জন ছিল, কে হচ্ছেন লস ব্লাঙ্কোসদের নতুন ১০ নম্বর জার্সির মালিক। অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে।
আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রিয়াল মাদ্রিদ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের ১০ নম্বর জার্সি পরিহিত ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথমে ড্রেসিংরুমে ঝুলানো ১০ নম্বর জার্সির একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে এমবাপ্পেকে দেখা যায়। এর ঘণ্টাখানেক পর রিয়াল আরও একটি ছবি পোস্ট করে, যা একই সময়ে এমবাপ্পে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও শেয়ার করেন।
এই ছবিতে ক্লাবের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচিয়ে দাঁড়ানো এমবাপ্পেকে দেখা যায়। এই পোস্টে লুকা মদ্রিচ আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, যিনি দীর্ঘ সাত মৌসুম ধরে রিয়ালের এই জার্সির শোভা বর্ধন করেছেন।
ক্লাব ফুটবলে সাত বছর পর আবারও ১০ নম্বর জার্সি পরছেন এমবাপ্পে। এর আগে তিনি তার প্রথম ক্লাব মোনাকোর হয়ে এই জার্সি পরে খেলেছিলেন।
২০১৮ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর তিনি ১৪, ১৭ এবং ২৯ নম্বর জার্সি পরে খেলেছেন, তবে শেষ পর্যন্ত ৭ নম্বর জার্সি পরেই তিনি পিএসজির সফলতম গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রিয়াল মাদ্রিদে ৭ নম্বর জার্সি ভিনিসিউস জুনিয়রের দখলে এবং ১০ নম্বর জার্সিটি ছিল মদ্রিচের। তাই প্রথম মৌসুমে এমবাপ্পেকে ৯ নম্বর জার্সি পরেই মাঠে নামতে হয়েছিল।
এই জার্সি পরেই তিনি রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে গোলের রেকর্ড গড়েছেন এবং তার ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন।
আপনার মতামত লিখুন :