ইউরো ২০২৫ শিরোপা জয়ের আনন্দ এখনো শেষ হয়নি, তার মধ্যেই ভবিষ্যতের প্রস্তুতিতে মন দিয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল।
আসন্ন ২০২৭ নারী বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে একটি হাই-ভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে, আগামী ২৯ নভেম্বর শনিবার।
ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান মঙ্গলবার বাকিংহাম প্যালেসের সামনে শিরোপা উদযাপনের পর জানান, বিশ্বকাপ বাছাইপর্বের আগেই এই ম্যাচটি দলে আত্মবিশ্বাস জোগাবে এবং প্রস্তুতির জন্য চমৎকার একটি সুযোগ হয়ে উঠবে।
তিনি বলেন, অসাধারণ একটি মাস পার করার পর আমরা ভবিষ্যতের দিকে নজর দিচ্ছি। বছরের শেষ দিকে ওয়েম্বলিতে আরেকটি ম্যাচ খেলতে পারাটা বিশেষ কিছু। চীনের মতো শক্তিশালী এশিয়ান দলের বিপক্ষে খেলা আমাদের জন্য একটি আলাদা অভিজ্ঞতা হবে।
চীনের বিপক্ষে আগেও মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ২০২৩ নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে চীনকে ৬-১ ব্যবধানে হারিয়েছিল লায়নেসরা। তবে উইগম্যান মনে করছেন, এবার চীনা দল ভিন্ন ধাঁচের চ্যালেঞ্জ নিয়ে আসবে।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিশ্বকাপে আমরা চীনকে যেভাবে পেয়েছিলাম, এবার তারা ভিন্ন রকম হবে। ইউরোপ বা আমেরিকার বাইরে যারা খেলে, তাদের বিপক্ষে খেলা মানেই নতুন এক কৌশলগত চ্যালেঞ্জ।
আমাদের বিশ্বকাপের বাছাইপর্ব শিগগিরই শুরু হচ্ছে, তার আগে এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
এ বছর এটি হবে ইংল্যান্ডের তৃতীয় ওয়েম্বলি ম্যাচ। এর আগে ইউরোর আগে স্পেন ও পর্তুগালের বিপক্ষে ওয়েম্বলিতে জয় পেয়েছিল তারা।
আপনার মতামত লিখুন :