আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার ঘোষণা করেছে ২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের অফিসিয়েটিং টিম। রবিবার নবি মুম্বাইতে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশ নিচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা, যারা উভয়ই তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।
এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ইলোইস শেরিডান ও জ্যাকুলিন উইলিয়ামস। এই দুই আম্পায়ার ইতিমধ্যেই টুর্নামেন্টের কঠিন পরিস্থিতিতে সাফল্যের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন।
সম্প্রতি তারা দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৫ রানের শক্তিশালী সেমিফাইনাল জয় এবং গ্রুপ পর্যায়ের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যেখানে দক্ষিণ আফ্রিকা জয় অর্জন করে।
অফিশিয়েটিং টিমে আছেন সু রেডফার্ন (থার্ড আম্পায়ার), নিমালি পেরেরা (ফোর্থ আম্পায়ার) এবং মিশেল পেরেইরা (ম্যাচ রেফারি)।
ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় শুরু হবে। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা যথাক্রমে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে উঠে আসেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন