আসন্ন প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। কিন্তু এখনো দলবদলের নিষেধাজ্ঞায় জর্জরিত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
উজবেকিস্তানের এক খেলোয়াড়কে চুক্তির পাওনা প্রায় ২৫ লাখ টাকা পরিশোধ না করায় তাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।
এই সংকট কাটিয়ে উঠতে না পারলে আগামী মৌসুমে তাদের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে।
ফকিরেরপুলকে দলবদলের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর জন্য বাফুফে বারবার তাগাদা দিলেও ক্লাবটি নিষেধাজ্ঞা কাটাতে ব্যর্থ হয়েছে।
তবে সম্প্রতি বাফুফের পেশাদার লিগ কমিটির সঙ্গে এক অনলাইন বৈঠকে ফকিরেরপুল কর্মকর্তারা দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং নির্ধারিত সময়ে খেলোয়াড় নিবন্ধনের প্রতিশ্রুতি দিয়েছে।
এই প্রেক্ষিতে বাফুফে তাদের জন্য শেষ সুযোগ হিসেবে শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। যদি এই সময়ের মধ্যে ক্লাবটি ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে না পারে, তাহলে চলতি মৌসুমে তাদের আর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ থাকবে না।
গত মৌসুমে অবনমিত হওয়া ঢাকা ওয়ান্ডারার্স এফসি এই পরিস্থিতির দিকে গভীর মনোযোগ দিয়ে নজর রাখছে।
যদি ফকিরেরপুল শেষ পর্যন্ত লিগে অংশ নিতে না পারে, তবে ওয়ান্ডারার্স আবার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেতে পারে।
ইতোমধ্যেই তারা বাফুফের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং এ বিষয়ে আবেদনও করেছে।
আপনার মতামত লিখুন :