কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারার পরও সেরা রানার্সআপ কোটায় নারী এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে নিজেদের জায়গায় নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ 'এইচ'-এর শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও, অন্য গ্রুপের ফলাফল অনুকূলে আসায় সেরা তিন রানার্সআপের একটি হিসেবে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়েছে তৃষ্ণা-সাগরিকাদের।
এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার অনূর্ধ্ব-২০ দলও একই সাফল্য অর্জন করল।
আজ রোববার লাওসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ ছিল।
কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের কাছে ৬-১ গোলে হেরে যায় পিটার বাটলারের শিষ্যরা। এরপরও মূল পর্বে খেলার আশা জিইয়ে ছিল, যদি অন্য গ্রুপের রানার্সআপদের ফলাফল বাংলাদেশের পক্ষে আসে। শেষ পর্যন্ত সেই আশাই সত্যি হলো।
গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপে। আগামী বছর এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ১২ দলের এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে বাংলাদেশ। স্বাগতিক লাওসকে ৩-১ গোলে এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তারা। এই দুটি জয়ই মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আপনার মতামত লিখুন :