ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

পোর্টোফিনোর রোমান্টিক ডিনারে ডেভিড-ভিক্টোরিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০২:৫৮ পিএম
ডেভিড বেকহ্যাম ও তার পরিবার। ছবি- সংগৃহীত

তারকা দম্পতি ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের সম্পর্কের উষ্ণতা আবারও ফুটে উঠল ইতালির মনোরম পোর্টোফিনো শহরে। সম্প্রতি পারিবারিক ছুটি কাটাতে গিয়ে তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যা ক্যামেরায় ধরা পড়েছে।

সেখানে একটি স্থানীয় রেস্তোরাঁর বাইরে ডিনার করার সময় ডেভিড স্নেনমাখা হাত রাখেন ভিক্টোরিয়ার পিঠে। জবাবে ভিক্টোরিয়াও স্বামীর পিঠে হাত রেখে সেই ভালোবাসার প্রতিদান দেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনে তাদের সম্পর্কের দৃঢ়তা এই মুহূর্তটিতে আরও একবার প্রমাণিত হয়েছে।

এই ছুটিতে তাদের সঙ্গে ছিলেন ছেলে ক্রুজ ও তার প্রেমিকা জ্যাকি আপোস্টেল। এই তারকা দম্পতির ফ্যাশন সেন্সও ছিল নজরকাড়া।

ভিক্টোরিয়া পরেছিলেন একটি কালো, খোলা-পিঠের ড্রেস, যা তিনি সোনালি নেকলেস ও হুপ ইয়ারিংসের সঙ্গে স্টাইল করেছিলেন। অন্যদিকে, ডেভিডকে দেখা গেছে একটি নীল বাটন-আপ শার্ট ও খাকি ট্রাউজারে।

এই পারিবারিক ছুটি ছিল বেকহ্যাম পরিবারের ইতালিয়ান রিভেরিয়া ভ্রমণের অংশ। যদিও তাদের বড় ছেলে ব্রুকলিন ও তার স্ত্রী নিকোলা পেল্টজ এই ভ্রমণে যোগ দেননি, বাকি দুই সন্তান রোমিও (২২) ও হার্পার (১৪) তাদের সঙ্গে ছিলেন।

পরিবারটি তাদের ছুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। একটি পোস্টে দেখা যায়, ক্রুজ গিটার বাজাচ্ছেন আর ডেভিড তার সঙ্গে গান গাইছেন।

ভিক্টোরিয়া এই ছবিটি শেয়ার করে ক্রুজের সংগীত প্রতিভার প্রশংসা করেন। ক্রুজ ও তার প্রেমিকা জ্যাকিও নিজেদের রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

জ্যাকি তার পোস্টে কেবল ‘Ciao’ লিখে দুজনের একটি চুম্বনরত ছবি প্রকাশ করেছেন।