ফুটবলপ্রেম আর ক্লাবের প্রতি ভালোবাসার সংজ্ঞা প্রতি দিনই নতুন করে লেখা হচ্ছে। কেউ হয়তো ম্যাচ দেখতে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দেন, কেউবা প্রিয় খেলোয়াড়ের জন্য আঁকেন প্রতিকৃতি।
কিন্তু ফ্রান্সের জুলিয়েন বুরোঁ যে কাণ্ড ঘটিয়েছেন, তা ফুটবল ইতিহাসে এক বিরল ঘটনা। তিনি নিজের প্রিয় ক্লাব এএস মোনাকোর প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সংগ্রহ করেছেন মোট ১ হাজার ১৪৬টি জার্সি!
তার এই অবিশ্বাস্য সংগ্রহ দেখে ক্লাব কর্তৃপক্ষও অভিভূত। জুলিয়েনের এই জার্সি-ভান্ডার এতই বিশাল যে, চাইলে শুধু লাল-সাদা মোনাকো জার্সিতেই আধা ফুটবল মাঠ ভরে ফেলা যেতে পারে।
জুলিয়েন বুরোঁর এই অনন্য সংগ্রহ একদিনে তৈরি হয়নি। কয়েক দশক ধরে তিল তিল করে তিনি গড়ে তুলেছেন এই ঐতিহাসিক সংগ্রহশালা।
তার সংগ্রহের পরিধি শুরু হয়েছে ১৯৫০-এর দশক থেকে, যা বর্তমান মৌসুমের জার্সি পর্যন্ত বিস্তৃত। প্রতি যুগের, প্রতি মৌসুমের জার্সি যত্নে সংরক্ষণ করেছেন তিনি।
তার ঘরজুড়ে সাজানো এই ঐতিহাসিক জার্সিগুলো এএস মোনাকোর উত্থান-পতনের নীরব সাক্ষী। এগুলো শুধু জার্সি নয়, মোনাকো ক্লাবের প্রতিটি বড় জয়ের স্মৃতি, প্রতিটি কিংবদন্তি খেলোয়াড়ের পদচিহ্ন আর ফ্যানদের আবেগের প্রতীক।
ক্লাবের প্রতি জুলিয়েনের এই নিবেদনের বিষয়ে মোনাকো কর্তৃপক্ষ সম্প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জুলিয়েন বুরোঁ শুধু একজন সমর্থক নন, তিনি মোনাকোর ইতিহাসের জীবন্ত দলিল। তার সংগ্রহ আমাদের গৌরবময় অতীতের প্রতিচ্ছবি।
নিজের সংগ্রহ সম্পর্কে জুলিয়েন বুরোঁ বলেন, প্রতিটি জার্সির সঙ্গে আমার জীবনের একটা স্মৃতি, একটা গল্প জড়িয়ে আছে। এই ক্লাব আমার জীবনেরই অংশ। এই জার্সিগুলো আমাকে আনন্দ দেয়, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আমার এই সংগ্রহ মোনাকোর জন্য আমার নিঃশর্ত ভালোবাসার প্রমাণ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন