হায়দরাবাদে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ এক প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির। এই ম্যাচের সূচনা করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি।
সোমবার ভারতের সরকারি সূত্রে জানানো হয়, ম্যাচ আয়োজন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হবে। কংগ্রেস সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হবে। হায়দরাবাদের উপ্পাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি নিজেও একজন ফুটবলপ্রেমী ও খেলোয়াড়। জানা গেছে, ম্যাচ শুরুর আগে তিনি নিজ হাতে বল কিক করে খেলাটির সূচনা করবেন। এজন্য গত রোববার রাতে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তিনি অনুশীলনও করেছেন।
এর আগেও রেভান্থ রেড্ডি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের (ইউওএইচ) শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন। কংগ্রেস সরকার তাদের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করছে।
মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাদের ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-এ আমন্ত্রণ জানাবেন। এই সম্মেলন আগামী ৮ ও ৯ ডিসেম্বর প্রস্তাবিত ভারত ফিউচার সিটিতে অনুষ্ঠিত হবে।
এছাড়া উদযাপন কর্মসূচির অংশ হিসেবে তেলেঙ্গানার উন্নয়ন রূপরেখা তুলে ধরে ‘তেলেঙ্গানা রাইজিং ভিশন ডকুমেন্ট ২০৪৭’ প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এর আগে, গত ২৮ নভেম্বর রেভান্থ রেড্ডি বলেন, তিনি ‘গোট ট্যুর টু ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছেন। কলকাতা সফরের পরই হায়দরাবাদে আসবেন মেসি, যা হবে তাঁর ভারত সফরের গুরুত্বপূর্ণ অংশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন