রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩২ এএম

এবার মিয়ামিকে সর্বোচ্চ শিরোপা জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩২ এএম

ইন্টার মিয়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছে।  ছবি- সংগৃহীত

ইন্টার মিয়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছে। ছবি- সংগৃহীত

যার স্পর্শে রাতারাতি বদলেছে আমেরিকান লিগ সকার (এমএলএস) ও ইন্টার মিয়ামির ভাগ্য, সেই লিওনেল মেসি এবার সেখানকার সর্বোচ্চ লিগ ট্রফি জিতে ইতিহাস রচনা করলেন। আর্জেন্টাইন মহাতারকার আগমনে অভিষেক মৌসুমেই নিজেদের প্রথম ট্রফি জয় করেছিল মিয়ামি। এবার সেই তালিকায় যুক্ত হলো এমএলএস কাপ।

বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে তারকা মেসি ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের এক বড় অধ্যায় শেষ করলেও, পেশাদার ক্যারিয়ারের চলমান সময়ে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। মেসির নেতৃত্বে এবং জোড়া অ্যাসিস্টে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছে।

দলে আনা পরিবর্তনগুলোর মধ্যে আলবা, বুসকেটস, সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে দলে ভেড়াতে মূল প্রেরণার ভূমিকায় ছিলেন মেসি। ফলে দলকে আরও শক্তিশালী করে শীর্ষ লিগ ট্রফি জয় সম্ভব হয়েছে। মেসি এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ৪৮টি ট্রফি জয়ের রেকর্ড গড়েছেন।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে গতকাল (শনিবার) শেষ রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইন্টার মিয়ামি ৩-১ গোলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়েছে। ম্যাচের গোড়াতেই ৮ মিনিটে এডিয়ার ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভ্যাঙ্কুভার। তবে ৬০ মিনিটে ম্যাচের পার্থক্য গড়তে সক্ষম হন আলি আহমেদ। ৭১ মিনিটে রদ্রিগো ডি পলের গোল এবং যোগ করা সময়ে তাদেও আলেন্দের গোল নিশ্চিত করে মিয়ামির বড় জয়।

মেসি জানান, ‘গত বছর আমাদের লিগ খুব আগেভাগেই শেষ হয়েছিল। এবার আমাদের মূল লক্ষ্য ছিল এমএলএস জেতা। এ জন্য দল অনেক শ্রম দিয়েছে এবং চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।’

ইন্টার মিয়ামির সহমালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘মেসি শুধু উপভোগের জন্য আসেননি, জিততে এসেছিলেন। তার নিবেদন, সতীর্থদের সঙ্গে আন্তরিকতা ও ক্লাবের প্রতি উৎসর্গ এই সাফল্যের মূল চাবিকাঠি।’

রূপালী বাংলাদেশ

Link copied!