ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠে দারুণ জয় পেয়েছে। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে তারা ২-১ ব্যবধানে জয় পায়। যদিও জয়ের আনন্দের পর কোচ পেপ গার্দিওলা সতর্কবার্তা দিয়েছেন, দলকে আরও উন্নতি করতে হবে।
২০২০ সালের পর এটি সিটির প্রথম জয় রিয়ালের মাঠে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, আমরা এখনো পুরোপুরি প্রস্তুত নই। ফেব্রুয়ারিতে আরও ভালো থাকব। খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে, তবুও আমাদের আরও উন্নতি দরকার।
নিখুঁত সুযোগে নিকো ও’রাইলির গোল এবং আরলিং হালান্ডের পেনাল্টিতে এই গুরুত্বপূর্ণ জয় আসে। এই জয়ের ফলে সিটি চ্যাম্পিয়নস লিগের টেবিলে চারে উঠে এসেছে।
শীর্ষ আটে থাকলেই সরাসরি নকআউটে যাওয়ার সুযোগ থাকবে। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে বোডো/গ্লিম্ট ও গালাতাসারাই।
গার্দিওলা বলেন, এখানে জেতা খুব কঠিন। চার-পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো এই মাঠে খেলেছে। পয়েন্টের দিক থেকে সন্তুষ্ট থাকা উচিত।
তিনি আরও যোগ করেন, ১৩ পয়েন্ট হয়েছে। শীর্ষ আটে শেষ করা এখন আমাদের হাতেই। লেভারকুসেনের পর এখানে জয়ের আস্থা আমাদের জন্য বড় প্রেরণা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন