বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন এবার অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে খেলতে কদিন আগেই দেশ ছেড়েছেন। গতবার তিনি হোবার্ট হারিকেন্সের দলে ডাক পেয়েও বিসিবির অনুমোদন (এনওসি) না পাওয়ায় খেলতে পারেননি। এবার বিসিবি কোনও বাধা দেননি, তাই রিশাদ ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।
বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে বিবেচিত বিগব্যাশ। বৃহস্পতিবার হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন রিশাদ।
সেই পোস্টে লিখেছেন, 'অবশেষে হোবার্ট হ্যারিকেন্সের পোশাক গায়ে চড়ালাম। এটাতে দারুণ অনুভব করছি! এখন পুরো ফোকাস ম্যাচের দিকে।
রিশাদ দ্বিতীয় বাংলাদেশি যিনি বিগব্যাশ খেলবেন। এর আগে প্রথম ছিলেন সাকিব আল হাসান, ২০১৪-১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডস এবং পরের মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলে মোট ৬টি ম্যাচে ৯ উইকেট ও ৮৭ রান করেছিলেন।
দীর্ঘ ১০ বছর পর এবার আবার কোনো বাংলাদেশিকে বিগব্যাশে খেলতে দেখা যাবে। এবারের আসর শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর, আর রিশাদের দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের সঙ্গে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন