ওয়েলিংটনের টেস্টে নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার দুর্দান্ত বোলিংয়ের পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। ১৬ ওভার বোলিং করে মাত্র ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করা টিকনার নিউজিল্যান্ডের পেস বিভাগে নেতৃত্ব দিচ্ছিলেন।
এদিন বল হাতে তিনিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনকেই আউট করে ওয়েস্ট ইন্ডিজ কম রানে আটকে দেন।
তবে ইনিংস শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে ৩২ বছর বয়সী এই পেসারকে। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দেওয়ার সময় তার বাঁ হাতের কাঁধের সংযোগস্থল সরে যাওয়ায় তাকে স্ট্রেচারে মাঠ থেকে তুলে নেওয়া হয়। চিকিৎসকের দ্রুত মূল্যায়নের পরই জানা যাবে, কবে নাগাদ টিকনার খেলায় ফিরতে পারবেন।
ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ২০৫ রান করতে সক্ষম হয়। মূলত ১৭৬ রানে ৫ উইকেট হারানোর পর থেকে আর কোনো ব্যাটার দলের বিপর্যয় রোধ করতে পারেনি।
টিকনারের চোট নিউজিল্যান্ডকে আরও বিপাকে ফেলেছে, কারণ ইতোমধ্যে দলের পেসার বেন সিয়ার্স, উইল ও’রুর্ক ও ম্যাট ফিশারও চোটের কারণে বাইরে আছেন। এখন মাঠে থাকা তিন পেসার জ্যাকব ডাফি, জ্যাক ফকস এবং অভিষিক্ত মাইকেল রাইই দলের পেস বিভাগের মূল ভরসা।
ব্যাট হাতে ডেভন কনওয়ে ও মিচেল হেই–এর হাফসেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন