বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন কর্তৃক আয়োজিত তৃতীয় জাতীয় ক্যাডেট এবং জুনিয়র ফেন্সিং প্রতিযোগিতা সম্প্রতি মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশের ১৮টি ক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন জুনিয়র ফেন্সার অংশ নেন।
এই প্রতিযোগিতার ‘ক্যাডেট উইমেন্স ইপি’ বিভাগে স্বর্ণপদক জিতেছেন বেঙ্গল স্পোর্টস একাডেমির ফাতেমা তুজ জোহরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে তিনি জান্নাতুল নাহার মাহিকে পরাজিত করেন।
উল্লেখযোগ্য, ফাতেমা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডভাইজর (স্পোর্টস) এফএফ ইকবাল বিন আনোয়ার (ডন)-এর একমাত্র মেয়ে। এই বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন রাইসা আহমেদ ও আফরিন আঞ্জুম।
পারিবারিকভাবেই সংস্কৃতি ও ক্রীড়ার সাথে জড়িত ফাতেমা তুজ জোহরা। খেলাধুলার পাশাপাশি তিনি গান ও উপস্থাপনার জগতেও সমানভাবে পারদর্শী।
এই স্বর্ণ জয়ের পেছনে তিনি বাংলাদেশ জাতীয় ফেন্সিং ফেডারেশনের প্রশিক্ষক মোহাম্মদ রেজাউল করিম আসাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, যার নিবিড় তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেছেন।
প্রতিযোগিতা শেষে পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে মিরপুর ফেন্সিং ক্লাব, যারা ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রানার্স-আপ হয়েছে বেঙ্গল স্পোর্টস একাডেমি, যাদের ঝুলিতে এসেছে ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক।
এ ছাড়া, ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে রয়েল ফেন্সিং ক্লাব।
আপনার মতামত লিখুন :