ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

অনলাইন দাবায় চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৪:৪৮ পিএম
বিশ্ব দাবার এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ছবি : সংগৃহীত

বিশ্ব দাবার এক নম্বর গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এস্পোর্টস ওয়ার্ল্ড কাপ (EWC)-এর প্রথম অনলাইন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

৩৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান দাবাড়ু জিতেছেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৯৩ লাখ টাকা।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই এস্পোর্টস ওয়ার্ল্ড কাপকে বলা হচ্ছে প্রতিযোগিতামূলক গেমিং দুনিয়ার সবচেয়ে বড় মাল্টি-ডিসিপ্লিন টুর্নামেন্টগুলোর একটি।

এ বছর মোট পুরস্কার মূল্য ছিল প্রায় ৭ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২৩ কোটি টাকা)।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দলগুলো সাত সপ্তাহ ধরে ২৫টি জনপ্রিয় গেমে অংশ নেয়—এর মধ্যে ছিল Call of Duty, Street Fighter, League of Legends, এবং এবার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় দাবা।

চেসকে এস্পোর্টসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা কিছুটা বিতর্ক তৈরি করলেও আয়োজকরা জানান, বিশ্বব্যাপী সকল বয়সের মানুষের অংশগ্রহণ এবং অনলাইনভিত্তিক প্রতিযোগিতার ধরন বিবেচনায় দাবাকে ডিজিটাল স্পোর্টস হিসেবেই ধরা হয়।

প্রতিযোগিতায় খেলোয়াড়রা মঞ্চে বসে কম্পিউটারে খেলা চালিয়ে যান, সঙ্গে থাকে লাইভ দর্শক, হার্ট রেট মনিটর, বড় পর্দা, স্পন্সর এবং পেশাদার ধারাভাষ্যকার—যা একে পরিণত করেছে আধুনিক স্পোর্টস শো-তে।

এই টুর্নামেন্টে একাধিক গ্র্যান্ডমাস্টার অংশ নেন। গ্রুপপর্ব শেষে শীর্ষ স্কোরাররা প্লে-অফে উত্তীর্ণ হন এবং শেষ পর্যন্ত কার্লসেন ফাইনালে হারান বিশ্ব র‍্যাংকিংয়ের ৮ নম্বর দাবাড়ু আলিরেজা ফিরোজজাকে।

অনলাইন চেস এবং আধুনিক প্রতিযোগিতার পরিবেশে বরাবরই আগ্রহী কার্লসেন। গত বছরও তিনি বড় একটি চেস টুর্নামেন্টে ফেরেন যখন আন্তর্জাতিক সংস্থা তার জন্য পোশাকবিধি শিথিল করে।

চ্যাম্পিয়ন হওয়ার পর কার্লসেন বলেন, এটা এক নতুন অভিজ্ঞতা, এমন কিছু আগে দেখিনি। আশা করি, দাবা আগামীতে আরও বড় মঞ্চে পৌঁছাবে। এটা দাবার ভবিষ্যতের দিকনির্দেশ হতে পারে।