ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০২:৫৩ পিএম
বাংলাদেশ হকি দল। ছবি- সংগৃহীত

এএইচএফ মেনস হকি এশিয়া কাপে অংশ নিতে ভারত রওনা দিয়েছে বাংলাদেশ হকি দল। মঙ্গলবার সকালে দলটি কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ে, সেখান থেকে তারা বিহারের টুর্নামেন্ট ভেন্যুতে যাবে। আগামী ২৯ আগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।

গত এপ্রিলের এএইচএফ কাপে তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে খেলার সুযোগ পায়নি। তবে পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় শেষ মুহূর্তে খেলার সুযোগ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই আকস্মিক সুযোগ পেয়েও বাংলাদেশ দল মাত্র ১৪ দিনের প্রস্তুতি নিয়েছে। দলের প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব অবশ্য ভালো করার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, ছেলেরা শেষ ১৪ দিনে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করতে পারবে।

এশিয়া কাপে বাংলাদেশ ‘পুল বি’-তে রয়েছে। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপে।