ভারতের আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের (৩৫) নিজ বাড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুনের একটি আবাসিক এলাকার নিজ ঘরেই ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার বোন রোশনি কালাম। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় রোহিণীর মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না।
রোশনি জানান, রোহিণী একটি বেসরকারি মার্শাল আর্ট স্কুলে কোচ হিসেবে কাজ করতেন এবং সম্প্রতি চাকরি ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। ঘটনার দিন সকালেও তিনি এক ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন।
পরে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর দরজা না খোলায় পরিবারের সদস্যরা সন্দেহ করেন এবং ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
রোহিণী কালাম ২০০৭ সালে খেলাধুলার জগতে প্রবেশ করেন এবং ২০১৫ সাল থেকে পেশাদার জুজুৎসু ক্যারিয়ার শুরু করেন। তিনি ভারতের হয়ে চীনের হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে অংশ নেন।
এ ছাড়া বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে জুজুৎসু ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন