রবিবার, ১৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:৪৫ পিএম

ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল দলে চমক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:৪৫ পিএম

ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল দলে চমক

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপাজয়ী দলটির বর্তমান সময়টি ভালো যাচ্ছে না। সর্বশেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ, এরপর কোপা আমেরিকাতেও একই ঘটনা। সবমিলিয়ে যেন নিজেদের ইতিহাসে বেশ খারাপ সময় কাটাচ্ছে সেলেসাওরা।

তবে এমন পরিস্থিতিতেও ভিনি-রদ্রিগোদের প্রত্যাশা আগামী ২০২৬ বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল। আর সেই লক্ষ্যেই এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেলেসাওরা। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এ দুই ম্যাচের স্কোয়াডে বেশ চমক রেখেছেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র।

সেই চমকের নাম এস্তেভাও উইলিয়ান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে ১৭ বছর বয়সী এ ফুটবলার। ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা আক্রমণভাগের এ ফুটবলারকে কেউ কেউ তুলনা করেন নেইমারের সঙ্গে। আবার অনেকে তাকে ডাকে মেসিনিও বা ছোট মেসি বলে।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলেন তিনি। গত বছর ডিসেম্বরে মূল দলে অভিষেক হয় এস্তেভাও উইলিয়ানের। ২১ ম্যাচে করেছেন ৫ গোল। পরিসংখ্যান আহামরি কিছু না হলেও প্রতিভা আর সামর্থ্যে নজর কেড়েছেন অনেক ইউরোপীয় ক্লাবের।

চলতি বছর দলবদলে তাকে পেতে হুমড়ি খেয়ে পড়ে বায়ার্ন মিউনিখ, পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টারি সিটির মতো ক্লাবগুলো। তবে সবাইকে পেছনে পেলে তার সঙ্গে জুনে চুক্তি করে চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ ক্লাবটির জার্সিতে অভিষেক হওয়ার কথা তার।

এস্তেভাও উইলিয়ানের মতো প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইজ হেনরিক। ফলে বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লির জায়গা হয়নি জাতীয় দলে।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর খেলবে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচের ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদারসন (ম্যানসিটি) রক্ষণভাগ : দানিলো (জুভেন্তাস), ইয়ান কুতো (বরুসিয়া ডর্টমুন্ড), গিলহার্ম আরানা (অ্যাথলেটিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরাল্ডো, মার্কুইনহস (পিএসজি), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মাগালহেস (আর্সেনাল)

মিডফিল্ড: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারাস (নিউক্যাসল), গারসন (ফ্লামেঙ্গো), জোয়াও গোমেজ (ওলভারহ্যাম্পটন), লুকাস প্যাকুয়েতা (ওয়েস্টহাম)

ফরওয়ার্ড: রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (পালমেইরাস), লুইজ হেনরিক (বোতাফোগো), পেদ্রো (ফ্লামেঙ্গো), সাভিনহো (ম্যানসিটি)।

আরবি/জেআই

Link copied!