নতুন করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার কয়েক ঘণ্টা পরে সাময়িক যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়। এ যুদ্ধবিরতিতে আরও জিম্মি মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের বিনিময়ে হামাস তাদের হাতে থাকা অর্ধেক জিম্মিদের মুক্তি দেবে।
শনিবার (১৭ মে) নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ৯ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস।
কর্মকর্তা আরও বলেন, নতুন প্রস্তাব অনুসারে, গাজায় প্রতিদিন ৪০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং রোগীদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। বিপরীতে ইসরায়েল দেশটির অবশিষ্ট সব জিম্মির জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়েছে হামাসের কাছে।
আলোচনার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে আলোচনার আগে দেশটি বলেছিল, গাজা থেকে তারা সেনা প্রত্যাহার করবে না এবং যুদ্ধ বন্ধে কোনো প্রতিশ্রুতিও দেবে না।
উল্লেখ্য, শনিবার (১৭ মে) বিকেলে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত হয়েছে যুদ্ধবিরতি আলোচনা।
আপনার মতামত লিখুন :