পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে রাফি নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর উত্তর শাহজালাল গ্রামে শিশুটির নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত রাফি উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ গ্রামের সিদ্দিক বেপারির ছেলে। মানসিক ভারসাম্যহীন মা শারমিন বেগমের সাথে সে নানা বাড়িতে থাকত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফির পিতা সিদ্দিক বেপারি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের খোঁজখবর নিতেন না। তাই মানসিক ভারসাম্যহীন শারমিন বেগম ছেলেকে নিয়ে চর উত্তর শাহজালাল পিতার বাড়িতে থাকতেন।
সন্ধ্যার দিকে সবার অগোচরে ঘরের বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় রাফি। অনেকক্ষণ তাকে না দেখে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির মধ্যে পুকুরে ভাসতে দেখতে পায় স্বজনরা।
পুকুর থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল বিন হালিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন