ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলভ্রমণে বিড়ম্বনা
এপ্রিল ১৭, ২০২৫, ১২:০২ এএম
পেশায় আইনজীবী বাবরা শরিফ। ঢাকা জজকোর্টে প্র্যাকটিস করেন। প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ট্রেনযোগে যাতায়াত করেন। যানজট নেই, সময় কম লাগে এবং ভাড়াও তুলনামূলকভাবে অনেক কম, এ কারণেই ট্রেনে যাতায়াত- এমনটিই রূপালী বাংলাদেশকে জানালেন তিনি। তবে নতুন ট্রেনের ১১টি বগির মধ্যে তিনটি নারীদের জন্য বরাদ্দ থাকলেও সেগুলোতে পুরুষেরাও সিট দখল করে...