ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ৮ জনকে আটক করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আটক ও মামলার তথ্য জানান কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান। এর আগে রোববার রাতে জেলা সদরের ঢাকা-ফরিদপুর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ে আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় যাদের আটক করা হয়েছে, তারা হলেন: সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফারুক মাতব্বরের ছেলে ফাহিম মাতব্বর (১৯), সোলাইমান মাতব্বরের ছেলে হাসিবুল (১৯), ঝন্টুর ছেলে আকাশ (১৯), দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন (১৯), গুড়দিয়া গ্রামের নয়া মাতব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), কোতোয়ালি থানার চণ্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লার ছেলে বাবু মোল্লা (১৯) এবং গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ (১৯)।
আটকদের মধ্যে ফাহিম মাতব্বরের বাবা রামকান্তপুর ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। রবিউল ইসলামের বাবাও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।
অন্যদিকে, বিমল কুমার সরকার আওয়ামী লীগের মাচ্চর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, আটককৃতরা বর্তমান সরকারের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজনের চেষ্টা করছিলেন।
তারা রেললাইন ও মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন