নিঃসঙ্গতা দূর করতে ‘রামেন রেস্তোরাঁ’
আগস্ট ১০, ২০২৫, ০২:২৬ পিএম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বিশেষ রেস্তোরাঁ ‘ওয়ার্ম-হার্টেড কনভেনিয়েন্স স্টোর’। নাম শুনে মনে হতে পারে এটি একটি সাধারণ মুদি দোকান, তবে এটি ভিন্ন একটি সামাজিক উদ্যোগ যেখানে শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়, বরং স্নেহ, ভালোবাসা, সঙ্গ ও সহানুভূতির পরিবেশও পাওয়া যায়।
২৯ বছর বয়সী হি-কিয়ং নিয়মিত এখানে এসে বিনামূল্যে ইনস্ট্যান্ট রামেন নুডলস...