ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৩:৫৪ পিএম
আবহাওয়া অধিদপ্তর ভবন। ছবি- সংগৃহীত

রাজধানীসহ দেশের ১৭ জেলায়  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে আজ ৬টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে বরগুনা ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া ঢাকার আশপাশের বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সিলেট, কুমিল্লা ও চাঁদপুর জেলার কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এই বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্রপাত।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, আজ রাজধানীতে বৃষ্টি হতে পরে, তবে বৃষ্টির পরিমাণ বেশি হবে না।