ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫

ভারতকে মোকাবিলায় পারমাণবিক অস্ত্রভান্ডার আধুনিক করছে পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৭:০০ পিএম
পাকিস্তানের একটি পারমাণবিক প্ল্যান্ট। ছবি- ইন্টারনেট

নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডারকে আরও আধুনিক করছে পাকিস্তান। আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। 

রিপোর্টে বলা হয়েছে, পারমাণবিক কমান্ডের নিরাপত্তার দিকেও নজর দিয়েছে পাকিস্তান। যদিও পারমাণবিক সামগ্রী বলে কী বোঝানো হয়েছে, তা ব্যাখ্যা করা হয়নি ওই রিপোর্টে।

রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থার ওই রিপোর্টটি তৈরি করা হয়েছে। আগামী এক বছর পাকিস্তানি সেনাবাহিনী কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে তারও একটি আভাস দেওয়া হয়েছে রিপোর্টটিতে। 

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারতকে নিয়ে ভয়ে রয়েছে পাকিস্তান। দেশটি ভারতকে নিজেদের ‘অস্তিত্বের জন্য ভয়ের’ কারণ হিসাবে দেখে বলে দাবি করছে আমেরিকার রিপোর্ট। 

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সামরিক গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে প্রচলিত অস্ত্রভান্ডারের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত।

তাদের সাথে পাল্লা দিয়ে নিজেদের সামরিক ব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি পারমাণবিক অস্ত্রভান্ডারকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে পারে পাকিস্তান।’

উল্লেখ্য, আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থার ওই রিপোর্টে শুধু পাকিস্তান নয়, রাশিয়া, চিন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে।