আসন্ন কোরবানির জন্য পটুয়াখালীর কুয়াকাটায় রাঙ্গা দুদু, কালা পাহাড় ও রাজা মানিক নামের তিনটি ষাঁড় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এই তিনটি গরু একসঙ্গে কিনলে সেই ক্রেতাকে ফ্রিতে ওমরাহ করানোর ঘোষণা দিয়েছেন গরুগুলোর মালিক।
কুয়াকাটা ডেইরি ফার্ম নামে ওই খামারে আদর-যত্নে বড় হচ্ছে গরুগুলো। খামারটিতে অর্ধশতাধিক গরু থাকলেও ষাঁড় তিনটি সবার নজর কেড়েছে।
২০ মণের ‘রাঙ্গা দুদুর’ দাম হাঁকানো হচ্ছে ১৬ লাখ টাকা। রাঙ্গা দুদুর চেয়েও বেশি ওজন নিয়ে প্রস্তুত ‘কালা পাহাড়’ যার দাম হাঁকানো হয়েছে ১৭ লাখ। তবে ওজন ও বয়সে কিছুটা পিছিয়ে থাকায় ‘রাজা মানিকের’ দাম ১২ লাখ টাকা।
খামারটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান মিছবাহ গণমাধ্যমকে বলেন, ‘দেশজুড়ে ইসলামের দাওয়াত নিয়ে বেড়াই। ওয়াজ-নসিহতের পাশাপাশি খামার, কৃষিকাজ করা এগুলো আমার শখ। এখন এটা পেশায় পরিণত হয়ে গেছে। ৪-৫ বছরের লম্বা একটা পরিশ্রমের পরে এ বছর শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের তিনটি ষাঁড় প্রস্তুত করেছি।’
তিনি আরও বলেন, ‘বড় জাতের এই পশু প্রস্তুত করতে কোনো প্রকার মেডিসিন বা ক্ষতিকারক খাবার দেইনি। বড় ষাঁড় তিনটি কেউ একসঙ্গে কিনলে তাকে আমার পক্ষ থেকে ওমরাহ করানো হবে।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মারুফ বিল্লাহ খান বলেন, ‘চলতি বছরে উপজেলায় ২২ হাজারের বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। কেউ যাতে এসব পশুর শরীরে ক্ষতিকারক উপাদান ব্যবহার করতে না পারে, সেজন্য প্রাণিসম্পদ বিভাগ সবসময় নজরদারি করছে।