নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় এই নেত্রী ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকে ঘিরে জুতা ছুড়ে মারেন বিএনপি সমর্থকরা।
শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই নেত্রীকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছেন- এমন খবর পেয়ে বিএনপির একদল নেতা-কর্মী ওই বাড়ি ঘিরে তাকে অবরুদ্ধ করেন। পরে তারা পুলিশে খবর দেয়।
তবে এ সময় আওয়ামী লীগ নেত্রী তুশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেন। এতে উত্তেজিত বিএনপি নেতা-কর্মীরা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন এবং ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন।
এ সময় ওই নেত্রী উত্তেজিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি থানায় যাব। আমাকে কেন মবের শিকার করা হলো। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।’
স্থানীয় সূত্র বলছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে তুশি ভাড়ায় থাকতেন। পাশের বাড়িতে তার এক আত্মীয়ের পরিচয়ের সুবাদে তিনি এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে তুশিকে নিয়ে গিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’