ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫

চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১০:২২ পিএম
চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়। ছবি- সংগৃহীত

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন ও সংস্কার দেশের নাগরিকদের ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৮ সালের মধ্যে দেশের ভূমি সেবা হবে সম্পূর্ণ হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব।’

তিনি আরও বলেন, ‘নামজারি (মিউটেশন), খতিয়ান, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা এখন সম্পূর্ণ অনলাইনে পাওয়া যাচ্ছে। যেকোনো নাগরিক বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভূমি অফিসে না এসেই এই সেবা গ্রহণ করতে পারছেন।’

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘সারা দেশে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় হচ্ছে। সব ভূমি অফিসকে ক্যাশলেস ও নাগরিকবান্ধব হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে সরকারি রাজস্ব আদায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল্লাহ নূরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম।

মেলার উদ্বোধনের আগে সার্কিট হাউস প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয় র‍্যালি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গম্ভীরা গানের মাধ্যমে ভূমি সেবার ডিজিটাল উদ্ভাবন ও নাগরিক সুবিধা তুলে ধরেন।

বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন।

মেলায় আসা সেবাগ্রহীতারা নামজারি, খতিয়ান, অনলাইন ট্যাক্স প্রদান, ভূমি তথ্য যাচাইসহ নানা সেবা সরাসরি স্টল থেকে গ্রহণ করছেন।