ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫

নীলফামারীতে এনসিপির লিফলেট বিতরণ কাল, থাকবেন সারজিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১০:৫৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ছবি- সংগৃহীত

উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ছয়টি উপজেলায় আগামীকাল সোমবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একযোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করবে। 

রোববার (২৫ মে) সন্ধ্যায় এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানায়।

জেলার ডোমারে সকাল ১০টায়, জলঢাকায় দুপুর সাড়ে ১২টায়, কিশোরগঞ্জে বিকেল ৩টায়, নীলফামারী সদরে বিকেল ৫টায়, সৈয়দপুরে সন্ধ্যা ৭টায় কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন উপস্থিত থাকবেন।

এ কর্মসূচির মাধ্যমে জেলার সাধারণ মানুষের কাছে দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা তুলে ধরবে দলটি। নেতারা প্রত্যক্ষ জনসংযোগের মাধ্যমে জনগণের মতামত জানবেন এবং লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেবেন।