ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

কাল ঘোষণা হচ্ছে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১২:৩৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হবে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে লেখা হয়, আগামীকাল ৩ আগস্ট, কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এ সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।

এর আগে এক বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলিনি, কিন্তু দাবিগুলো থেকে সরে যাইনি।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব এবং সেখান থেকেই ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করব।

এনসিপির পক্ষ থেকে সমর্থকদের ইশতেহার ঘোষণার সময় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।