ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৪:৪১ পিএম
টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ । ছবি- রূপালী বাংলাদেশ

ছাত্র- জনতার গণঅভ্যুত্থান স্বরণে টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গনঅভ্যুত্থান স্বরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসন শরীফা হক। 

এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাই আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ। তাই আমাদের সকলকে ২০২৪ অভ্যুত্থানের আদর্শকে ধারণ ও লালন করে উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এদেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তারসহ জেলার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আন্দোলনে নিহত শহীদের পক্ষ থেকে শহীদ মারুফের মা মোরশেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন, ডাক্তার মনিয়া আক্তার বক্তব্য রাখেন । এর আগে ২০২৪ অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।